
চট্টগ্রাম সদরঘাটে কালী মন্দিরে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সদরঘাটের শ্রীশ্রী সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী মায়ের মন্দিরে সম্প্রতি সংঘটিত চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
জানা গেছে, চুরি হয়ে যাওয়া অল্প কিছু স্বর্ণালংকার মায়ের কৃপা, এলাকাবাসীর সহযোগিতা এবং পুলিশের তৎপরতায় একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে।
তবে এখনো মায়ের স্বর্ণের মুকুট, রুপার মুকুটসহ অন্যান্য মূল্যবান অলংকার উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মায়ের অলৌকিক কৃপায় আংশিক স্বর্ণালংকার উদ্ধারের ঘটনা ভক্তদের মধ্যে গভীর বিশ্বাস ও আশার সঞ্চার করেছে।
সনাতন ধর্মাবলম্বীদের ভাষায় —
“মায়ের জিনিস কেউ হজম করতে পারে না, মা নিজেই উদ্ধার করিয়ে নেন।”
প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি চুরি হওয়া অলংকার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ থানায় অবহিত করার জন্য।