দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু, আহত প্রায় শতাধিক!

2 week ago
VIEWS: 183

আন্তর্জাতিক ডেস্ক :

দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা এলাকায় আজ সন্ধ্যায় ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী।এ ঘটনায় অন্তত ৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত বলে জানা গেছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিস্ফোরণের শব্দ হয় এবং তারপরই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়, পাশের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। দিল্লি ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনায় আটজন নিহত এবং অন্তত বিশজনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত করা গেলেও, বাকিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিস্ফোরিত গাড়িটি হরিয়ানার নম্বর প্লেটযুক্ত একটি Hyundai i20 বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিস্ফোরণের পরই কেন্দ্রীয় সরকার চরম সতর্কতা ঘোষণা করেছে। দিল্লি ছাড়াও মুম্বাই, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও অন্যান্য সংবেদনশীল রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও প্রশাসনিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। অযোধ্যার রাম মন্দির, কেদারনাথ ধাম এবং নাগপুরের আরএসএস সদর দপ্তরের চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। যদিও সরকারিভাবে সেনা মোতায়েনের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, তবে জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG) এবং জাতীয় তদন্ত সংস্থা (NIA) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। এটা পরিকল্পিত হামলা হতে পারে, আবার দুর্ঘটনাও হতে পারে—তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ঘটনার পর দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, “গাড়িটি ট্রাফিক সিগন্যালে ধীরে চলছিল, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তদন্তে বিস্ফোরকের ধরন ও উৎস নির্ধারণের কাজ চলছে।” এর আগে সকালে হরিয়ানার ফরিদাবাদে প্রায় তিন টন বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ, যা এই ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীজুড়ে এখন চরম নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। লাল কেল্লা, ইন্ডিয়া গেট, সংসদ ভবনসহ সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দিল্লির আকাশে ড্রোন নজরদারি চালানো হচ্ছে, এবং মেট্রো ও বিমানবন্দরের নিরাপত্তাও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বর্তমানে প্রশাসন ও তদন্ত সংস্থাগুলো ঘটনার পেছনে কোনো সংগঠিত সন্ত্রাসী চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখছে। তবে সরকার নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যেন ভয়ের পরিবেশে গুজব বা বিভ্রান্তি না ছড়ায়।

এখনও পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে।

দিল্লির রাত এখন নিস্তব্ধ নয়—লাল কেল্লার আকাশে এখনো ধোঁয়ার চিহ্ন ভাসছে, আর পুরো দেশ তাকিয়ে আছে এই তদন্তের দিকে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন