
চকরিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
নিউজ ডেক্স,
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের জলদাস পাড়ায় সংখ্যালঘু জলদাস সম্প্রদায় তাদের বসতভিটা ও ঘরবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে।
গতকাল শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় মাতামুহুরী জোড়ার পাড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, পাকিস্তান আমল থেকেই তারা মাতামুহুরী জোড়ার পাশে বসবাস করে আসছেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার বা প্রশাসন তাদের উচ্ছেদ করেনি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলেনি। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষের নির্দেশে নদীর তীরবর্তী অংশে ভাঙনের নির্দেশ দেওয়া হলে, তারা সেই নির্দেশ অনুযায়ী অংশবিশেষ ভেঙে ফেলেছেন।
জলদাস পাড়ার বাসিন্দারা অভিযোগ করে বলেন,আমরা সংখ্যালঘু জলদাস সম্প্রদায়। কোথাও ৪৮ ফুট, কোথাও ৫০ ফুট পর্যন্ত জায়গা ছাড়লেও আমাদের এলাকায় ৫৮ ফুট পর্যন্ত জায়গা নেওয়া হচ্ছে। এটা কি বৈষম্য নয়।
তারা আরও বলেন, আমরা মহোদয়ের নির্দেশ অনুযায়ী ভাঙনের কাজ সম্পন্ন করেছি। এখন আমাদের ঘরবাড়ি যেন আর ভাঙা না হয়—এটাই আমাদের একমাত্র দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলদাস সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে একটি লিখিত আবেদনও প্রস্তুত করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষ জেলে ও দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। তাই তারা নদীর পাশে বসবাস করে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবিকা গড়ে তুলেছেন।
সংখ্যালঘু এই জলদাস সম্প্রদায়ের সদস্যরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাদের দীর্ঘদিনের বসতভিটা, জীবিকা ও সামাজিক নিরাপত্তা রক্ষা পায় এবং আর কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হতে হয়।
স্থানীয়রা প্রশাসনের কাছে জোর দাবি জানান আমরা সরকারের আইন মেনে চলি্ কিন্তু আমরা যেন বঞ্জনা শিকার না হই।নদীর পাড় উন্নয়ন হোক, কিন্তু আমাদের জীবনও যেন টিকে থাকে।