
পালিয়ে ধর্মান্তরিত মেয়ের প্রতি বাবার আবেগঘন চিঠি
নিজস্ব প্রতিবেদকঃ
পালিয়ে ধর্মান্তরিত মেয়ের উদ্দেশ্যে এক পিতা লিখেছেন এক হৃদয়বিদারক চিঠি। চিঠির প্রতিটি শব্দে ফুটে উঠেছে বাবার মমতা, ভালোবাসা ও অশেষ বেদনা।
চিঠির শুরুতেই তিনি মেয়েকে সম্বোধন করেছেন “মা’রে” বলে। লিখেছেন—
“যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করেছিলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম।”
বাবা লিখেছেন, মেয়ের জন্মের পর থেকে জীবনের প্রতিটি মুহূর্তে তিনি মেয়েকে ঘিরেই বেঁচে ছিলেন। কিন্তু হঠাৎ একদিন মেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অন্য ধর্মের এক ছেলের সঙ্গে। সেই মুহূর্তের যন্ত্রণার কথা লিখতে গিয়ে তিনি বলেন—
“ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম, তুই যেন না যাস মা। তুই চলে গেলে আমি সমাজের মুখ দেখাবো কিভাবে?”
চিঠিতে আরও উল্লেখ করেছেন বাবাদের অন্তর্গত ভালোবাসার কথা। লিখেছেন—
“বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম থাকে। মেয়েরা হয়তো বুঝে না, কিন্তু বাবারা অনেকটা ভালোবাসতে পারে।”
তিনি প্রশ্ন রেখে বলেন,
“তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া আর কারও প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বোঝে, তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন।”
চিঠির শেষ অংশে পিতা মেয়ের প্রতি আহ্বান জানিয়েছেন—
“যদি মন কাঁদে, চলে আসিস বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো পেটে ধরিনি, কিন্তু পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা।”
এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন—
একজন পিতার হৃদয়ের কান্না যেন শব্দ হয়ে ফুটে উঠেছে এই চিঠিতে।