
মসজিদে-মন্দিরে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না
নিউজ ডেক্স, Hindus News,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মসজিদে-মন্দিরে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই বিধিমালায় এসব বিষয় উঠে এসেছে।
ইসি সচিব আখতার আহমেদ এ গেজেট প্রকাশ করেন। নির্বাচনি আচরণ বিধিতে বলা হয়েছে, মসজিদ, মন্দির, ক্যায়াং (প্যাগোডা, বিষ্ঠা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় এবং কোনো সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালানো যাবে না।
নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি, ভবন বা অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিয় কোনোরূপ অতিসাধন এবং অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কাহারও শান্তি নষ্ট করতে পারবেন না; কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে কেউ কোনো প্রকার বলপ্রয়োগ বা অর্থ ব্যয় করিতে পারবেন না; ভোটকেন্দ্রের নির্ধারিত চৌগুদ্দির মধ্যে কমিশন কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যাতীত অন্য কেউ কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য এবং Anm Act, 1878 (Act No. XI of 1878) এর সংজ্ঞায় নিরূপিত অর্থে Firzarmıs জন্য কোনো Arms, নাটি বা দেশীয় কোনো ধারানো বা ভৌতা অস্ত্র বহন করতে পারবেন না।
এ ছাড়াও ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও বেশকিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে।