
‘বাবা সেরে উঠছেন’ — ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে গুজব বলে মেয়ের পোস্ট!
HindusNews রিপোর্ট :
বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যু সংক্রান্ত ভুল ও বিভ্রান্তিকর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবারের তরফ থেকে তা দ্রুত সমাধান করা হয়েছে। এটি শুরু হলো মঙ্গলবার সকালে, যখন বিভিন্ন সোশ্যাল পোস্ট এবং কিছু গণমাধ্যমে নজিরবিহীনভাবে অভিনেতা মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
অভিনেতার কন্যা, অভিনেত্রী এষা দেওল নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট করে লিখেছেন, “THE MEDIA SEEMS TO BE IN OVERDRIVE AND SPREADING FALSE NEWS. MY FATHER IS STABLE & RECOVERING. WE REQUEST EVERYONE TO GIVE OUR FAMILY PRIVACY. THANK YOU FOR THE PRAYERS FOR PAPA’S SPEEDY RECOVERY.” — এষার পোস্টেই পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাঁর বাবা জীবিত ও সেরে উঠছেন।
পরে পরিবারের অন্যান্য সদস্যরাও একই রকম হালনাগাদ করেছেন। অভিনেত্রী হেমা মালিনী ও পরিবারের অন্যান্য সদস্যরা বলেছে যে ধর্মেন্দ্রা হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসার প্রতিক্রিয়ায় ধীরে ধীরে ভাল হচ্ছেন। পাশাপাশি সানি, ববি ও পারিবারিক প্রতিনিধি-রা হাসপাতালের আশপাশে উপস্থিত ছিলেন এবং অনেকে ভক্তদের ধৈর্যের জন্য অনুরোধ করেছেন।
প্রসঙ্গত, সূত্র জানায় যে ধর্মেন্দ্রাকে শ্বাসকষ্টের অভিযোগে মুম্বাইয়ের ব্রিচ ক্যানডি হাসপাতালে ভর্তির পর তাঁর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন বাড়ে। হাসপাতাল আটকানো–নিয়মিত নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধির সংবাদও পাওয়া গেছে। হাসপাতালের বর্ণনা ও পরিবারের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ঘটনাটি—সত্যিকার মৃত্যু নয় বরং চিকিৎসাধীন অবস্থার কারণে তৈরি হওয়া মিথ্যা গুজব।
এই ঘটনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তথ্য যাচাই না করে খবর ছড়িয়ে দেওয়ার ঝুঁকি পুনরায় সামনে এসেছে। বিনোদন সংবাদকর্মীরা, অনলাইন প্ল্যাটফর্ম এবং ব্যবহারকারীদের প্রতি বিশেষ যত্নশীল হতে এ ঘটনায় অনুরোধ করা হয়েছে—পারিবারিক গোপনীয়তা বজায় রেখে প্রত্যয়িত সূত্র ছাড়া কোনো মৃত্যুর খবর পোষ্ট করা উচিত নয়, বলে পরিবারের সদস্যরা অনুরোধ করেছেন।