
ফরিদপুরে হিন্দু যুবক ও মুসলিম তরুণীর প্রেমঘটিত বিয়ে নিয়ে উত্তেজনা!
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের সদরপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ও মুসলিম পরিবারের এক তরুণীর প্রেমঘটিত বিয়ে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। হিন্দু রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া এই বিয়ের পর থেকে দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে এবং স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ১৭ রশি গ্রামের হরিজন সম্প্রদায়ের কার্তিক চন্দ্র ঋষি (২৩) ও পাশের ৯ রশি গ্রামের মুসলিম পরিবারের তরুণী মারিয়া আক্তার (১৯)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার ও সমাজের বাধা উপেক্ষা করে কয়েকদিন আগে তারা গোপনে হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন করে।
বিয়ের খবর ছড়িয়ে পড়তেই মেয়েটির পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মেয়েকে ফেরত দাবি করে ছেলের বাড়িতে যায়। তবে মেয়েটি জানায়, সে নিজের ইচ্ছায় কার্তিককে বিয়ে করেছে এবং তার সাথেই থাকতে চায়। এতে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে এবং গ্রামজুড়ে অস্থিরতা বিরাজ করছে।
এদিকে হিন্দু সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেছেন, কার্তিক ও মারিয়ার সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর সামাজিক চাপ ও হুমকি বাড়ছে। তারা প্রশাসনের কাছে সুরক্ষার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর একাংশ মনে করছেন, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন বাড়ানো অনুচিত। তারা বলেন, “এটা দুই তরুণ-তরুণীর পারস্পরিক ভালোবাসার বিষয়। একে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উত্তেজনা তৈরি করা সমাজের জন্য ক্ষতিকর।”
শেষ পর্যন্ত কার্তিক ও মারিয়া একসাথে থাকতে পারবেন কিনা, তা নির্ভর করছে প্রশাসন ও উভয় পরিবারের পরবর্তী সিদ্ধান্তের উপর। তবে এই ঘটনাটি আবারও ধর্মীয় সহাবস্থানের প্রশ্নকে সামনে এনে দিয়েছে।