
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত আবু সাঈমকে ৬ মাসের জন্য বহিষ্কার
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও ধর্মীয় অনুভূতিবিদ্যক পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রক্টর অধ্যাপক ড. সাইফুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থী মো. আবু সাঈম, ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক। তার করা পোস্টগুলোতে বিভিন্ন ধর্মকে অবমাননা এবং উসকানিমূলক মন্তব্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে।
প্রক্টর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের পোস্ট শিক্ষার্থীদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে। তাই বিষয়টি পর্যালোচনা করে মোট ৬ মাসের জন্য শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী এই সময়কালে বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক বা প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবে না।
বহিষ্কারের আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট বিভাগ, হল প্রাধ্যক্ষ এবং শিক্ষার্থীর স্থায়ী ঠিকানাতেও পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।