
হিন্দু নাবালিকা অপহরণ: চার দিনেও উদ্ধার হয়নি মেয়েটি, পরিবারে কান্নার মাতম
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এক হিন্দু নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুসলিম যুবকের বিরুদ্ধে। অপহৃত মেয়েটির পিতা অমল কৃষ্ণ সাহা জানিয়েছেন, গত ৭ নভেম্বর সকালে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সানি মাঝি নামের এক যুবক, যার পিতা মাহবুব মাঝি। তাদের বাড়ি একই উপজেলার অন্তর্গত।
ঘটনার পরপরই অমল কৃষ্ণ সাহা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে চার দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার জানায়, মেয়েটির বয়স মাত্র ১৬ বছর। অপহরণের পর থেকে তারা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। এতে পরিবারে এখন শোক ও অসহায়তার ছায়া নেমে এসেছে।
অনেকে অভিযোগ করছেন , ঘটনাটি সংখ্যালঘু পরিবারের হওয়ায় পুলিশি তদন্ত কার্যক্রম অগ্রসর হচ্ছে না। তারা দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠ পরিবারের মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলে হয়তো পুরো দেশ সরব হয়ে উঠত, কিন্তু সংখ্যালঘু পরিবারের মেয়ের ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারাও একই অভিযোগ তুলে বলেছেন, এটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।
বাকেরগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
এলাকাবাসীর একাংশ বলছেন, অপহৃত মেয়েটিকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ আরও বেড়ে যাবে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।