
সিলেটের ওসমানীনগর থেকে ১৮ বছর বয়সী অলক মালাকার নিখোঁজ,সন্ধান দিতে যোগাযোগ ০১৭৮৬৬৭৩০৪২,০১৭৫৮৮০৫৪৯৫ এই নাম্বারে।
নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার মাদার বাজার এলাকা থেকে অলক মালাকার (১৮) নামে এক যুবক গত ৭ নভেম্বর (শুক্রবার) থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওইদিন সকালে তিনি স্বাভাবিকভাবে বের হলেও আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে পরিবার গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
অলক মালাকার ওসমানীনগরের মাদার বাজার এলাকায় তার পিসির বাড়িতে থেকে স্থানীয় এক সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামে।
তিনি অশোক মালাকার ও শেফালী মালাকারের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, অলক নিখোঁজ হওয়ার দিন সকালে প্রতিদিনের মতো কাজে বের হন। সন্ধ্যার পরেও তিনি বাড়ি না ফেরায় আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তারা, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সঠিক তথ্য না মেলায় পরিবারের মধ্যে শঙ্কা ও উৎকণ্ঠা বাড়ছে।
নিখোঁজ অলকের বর্ণনা অনুযায়ী,তার বয়স আনুমানিক ১৮ বছর, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তিনি একটি কালো টি-শার্ট ও নীল জিন্স পরেছিলেন।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
📞 ০১৭৮৬৬৭৩০৪২
📞 ০১৭৫৮৮০৫৪৯৫