১৩ নভেম্বর ঘিরে কঠোর নিরাপত্তা: কিছুদিনের জন্য বন্ধ থাকছে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি!
ঢাকা প্রতিনিধি :
দেশজুড়ে ১৩ নভেম্বরকে ঘিরে বাড়ানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। এরই অংশ হিসেবে সাময়িকভাবে রাস্তার পাশে বোতলে ভরে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “১৩ নভেম্বরের আগে ও পরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বা কেপিআই (Key Point Installation)–গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে রাস্তার পাশে যেসব দোকান বা ব্যক্তি বোতলে করে জ্বালানি তেল বিক্রি করেন, তা কিছুদিনের জন্য বন্ধ থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ১৩ নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। রাজধানীসহ সারা দেশে প্যাট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঘটতে না পারে। তার ভাষায়, “সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা নষ্টের যে কোনো চেষ্টাই কঠোরভাবে দমন করা হবে।”
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের ‘লকডাউন কর্মসূচি’ নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সরকার পুরো বিষয়টি নজরে রেখেছে। আতঙ্কের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানান, যেন সবাই সতর্ক থাকেন এবং সন্দেহভাজন কোনো ব্যক্তি বা অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়লে তা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানান। তবে নিজের হাতে আইন তুলে নেওয়া থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন তিনি।
সরকারের এই সিদ্ধান্তের ফলে রাস্তার পাশে খোলা বোতলে পেট্রোল, অকটেন বা ডিজেল বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপটি নিরাপত্তার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ রাস্তার ধারে খোলা জ্বালানি বিক্রি বহুবার অগ্নিকাণ্ডের কারণ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খোলা বাজারে জ্বালানি বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে তার আগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে প্রশাসন।