
নীলফামারীর সৈয়দপুরে সবিতা রানী নামের এক হিন্দু গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সবিতা রানী (২৭) নামে এক হিন্দু গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাঙ্গীগগণ পাড়া এলাকার নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতা সবিতা রানী ওই এলাকার নিখিল চন্দ্র রায়ের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে সবিতা রানীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ও পুলিশ খবর পায়। খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদসহ পুলিশের একাধিক কর্মকর্তা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃতার পরিবারের দাবি , দীর্ঘদিন ধরেই সবিতা রানী স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্নভাবে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সবিতাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
ওসি আব্দুল ওয়াদুদ হিন্দুসনিউজকে জানান,
“ঘটনাস্থল থেকে মৃ/ত/দে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী নিখিল চন্দ্র রায়কে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”
স্থানীয় এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। এদিকে, মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।