
ইসকনের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে গুজব প্রচার: মাওলানা গুনীবকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ!
HindusNews ডেস্ক :
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকনকে ঘিরে নতুন একটি গুজব ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে— “ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মাওলানা গুনবীকে ট্রাক বা পিকআপভ্যান দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে ইসকন।”
তবে জানা গেছে, উক্ত দাবির কোনো প্রমাণ, সাক্ষ্য বা সরকারি রেকর্ড কোথাও পাওয়া যায়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্র।
গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, থানার জিডি বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য— কোথাও এমন ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি। বরং তদন্তে দেখা গেছে, এ ধরনের পোস্টগুলো পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে।
গুজবে আরও দাবি করা হয়েছে,
“ইসকন নাকি পার্বত্য চট্টগ্রামে গুনবীকে গ্রেপ্তার ও রিমান্ডে পাঠিয়েছিল, এবং শহীদ ওমর ফারুক ত্রিপুরাকে ইসকন হত্যা করেছে।”
কিন্তু বাস্তবে এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। পার্বত্য চট্টগ্রামসহ দেশের কোথাও ইসকনের সঙ্গে মাওলানা গুনবীর কোনো মামলা, বিরোধ বা সংঘর্ষের রেকর্ড নেই। একইভাবে ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডেও ইসকনের সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
ধর্মীয় বিশ্লেষক ও সামাজিক সংগঠকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসকন ও সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও ঘৃণামূলক প্রচারণা চালানো হচ্ছে, যা সমাজে বিভাজন ও সহিংসতার আশঙ্কা বাড়াচ্ছে।
একজন সিনিয়র নিরাপত্তা বিশ্লেষক বলেন,
“এ ধরনের গুজব সামাজিক সম্প্রীতি ধ্বংস করে, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।”
সচেতন মহল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে—
“যাচাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না। গুজব ছড়ানো ও মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।”