লকডাউন কর্মসূচিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই: ডিবি প্রধান

2 week ago
VIEWS: 59

ঢাকা প্রতিনিধি :

রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের উদ্বেগ বা আতঙ্ক তৈরি হয়েছে, তা অমূলক বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন বিভ্রান্ত না হন বা অযথা ভয় না পান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যারা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান এসব কথা বলেন। তিনি জানান, রাজধানীতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পাশাপাশি যারা নেপথ্যে থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরও বলেন, “আজকেও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যারা মাঠে কাজ করছে, শুধু তাদের নয়, যারা নির্দেশ দিচ্ছে বা পেছন থেকে সমন্বয় করছে, তাদেরও আইনের আওতায় আনছি।”

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও সতর্কবার্তা দেন ডিবি প্রধান। তিনি বলেন, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর বার্তা, উসকানি ও নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে। ডিবি এসব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি উদাহরণ টেনে বলেন, “একজন নিরীহ রিকশাচালককে ৫০০ টাকা দিয়ে কিছু স্লোগান দিতে বলা হয় এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে, যা আমরা কঠোরভাবে দমন করছি।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় কথা বলে উসকানি দেয়, তাদের রাজপথে দেখা যায় না। মাঠে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর এর পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।”

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাজধানীর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কেউ গুজবে কান দেবেন না। শান্ত থাকুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।”

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম মোতায়েন থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে ডিবি, র‍্যাব ও অন্যান্য সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস অনুযায়ী, রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকবে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন