
বরিশালের আগৈলঝড়ায় কলেজছাত্রী পূজা দাস নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ!
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা বাজারের মিষ্টির দোকান মালিক কার্তিক দাসের নাতনি ও বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থী পূজা দাস (১৮) নিখোঁজ হয়েছেন। পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর (রবিবার) সকালে পূজা দাস নিয়মিতভাবে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তবে সেদিন তিনি আর কলেজে পৌঁছাননি এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিলেও, কোথাও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় পূজার পরিবারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, থানার পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে এবং মেয়েটির অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে।
পূজা দাসের সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরটি (০১৭৪৩-৫৫০৯৭৬) বর্তমানে বন্ধ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজের সময় তার কাছে জাতীয় পরিচয়পত্র এবং কলেজের পরিচয়পত্রও ছিল। পরিবার থেকে পূজার ছবি ও জিডির কপি স্থানীয় থানায় জমা দেওয়া হয়েছে।
পূজার দাদু কার্তিক দাস বলেন,
“আমার নাতনিকে কে বা কারা কোথায় নিয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। ও খুবই শান্ত, পরিশ্রমী মেয়ে। আমরা সবাই ভীষণ দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে অনুরোধ—যেভাবেই হোক আমাদের মেয়েটিকে দ্রুত ফিরিয়ে দিন।”
স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ঘটনার পেছনে অপহরণ বা প্রলোভনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তারা দ্রুত পূজা দাসকে উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।