
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ঢাকা প্রতিনিধি :
আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল দুপুরে তিনি এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি এই ভাষণ সম্প্রচার করবে।
সরকারি সূত্রে জানা গেছে, এ ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনকালীন প্রশাসনের দায়িত্ব এবং জাতীয় সংলাপের প্রস্তাবসহ বেশ কিছু বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য থাকবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ভাষণে তিনি চলমান অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সংস্কারের অগ্রগতি নিয়েও বিস্তারিত তুলে ধরবেন। বিশেষ করে “জুলাই জাতীয় সনদ”-এর অধীনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা ভাষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে।
এর আগে গত জুলাইয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস “জাতীয় ঐক্য ও সংস্কারের সনদ” নামে একটি খসড়া প্রস্তাব তুলে ধরেছিলেন, যেখানে প্রশাসনিক কাঠামো সংস্কার, দুর্নীতিবিরোধী পদক্ষেপ জোরদার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও নির্বাচনী সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল।
দেশের চলমান প্রেক্ষাপটে এই ভাষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য জাতির সামনে সরকারের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সংস্কার প্রক্রিয়ার গতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।
জাতির উদ্দেশে এ ভাষণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সরাসরি সম্প্রচার করা হবে।