
সুভাষ সিংহ রায় দম্পতির ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ!
HindusNews ডেস্ক :
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী, সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলী–এর নামে থাকা নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সুভাষ সিংহ রায় দম্পতির নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে মোট ৪ কোটি ২৭ লাখ ৩ হাজার ৭০১ টাকা রয়েছে।
এর আগে দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার সুভাষ সিংহ রায়, তার স্ত্রী মমতা হেনা লাভলী ও তাদের প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি বিধি বহির্ভূতভাবে বিপুল অর্থ উপার্জন করে তা নিজ নাম ও স্বার্থ–সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে জমা রেখেছেন এবং বিদেশে অর্থ পাচারের সন্দেহ রয়েছে।
এছাড়া, দুদক জানায়, কিছু ব্যক্তি এই ব্যাংক হিসাবগুলোর অর্থ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা তদন্তের স্বার্থে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
আবেদনে বলা হয়, অনুসন্ধান সম্পন্নের আগে যদি এই অর্থ স্থানান্তর হয়ে যায়, তাহলে তদন্ত ব্যাহত হবে এবং রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হবে। তাই তদন্ত চলাকালীন সময়ের জন্য হিসাবগুলো অবরুদ্ধ রাখার আবেদন করা হয়।
আদালত দুদকের আবেদন মঞ্জুর করে নয়টি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ রাখার আদেশ দেন।
উল্লেখ্য, সুভাষ সিংহ রায় দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে ইউনিমেড ইউনিহেলথ গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার স্ত্রী মমতা হেনা লাভলী পূর্বে জাতীয় সংসদের নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
দুদকের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।