
ঠাকুরগাঁও জেলার রহিমানপুর ইউনিয়ন কৌল্লাশ মেম্বার পাড়া এলাকায় সংখ্যালঘু হিন্দু ৬ পরিবারের ১৪ টি ঘর আগুনে পুড়ে ছাই! ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা
ঠাকুরগাঁও প্রতিনিধি,HindusNews :
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর কৈলাশ মেম্বারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে মনোরঞ্জন বর্মণের বাড়ির রান্না ঘর থেকে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—মনোরঞ্জন বর্মণ, দ্বীপক বর্মণ, শ্রী দর্প বেওয়া, কমল চন্দ্র রায়, ধর্মকান্ত রায় ও পুলেন চন্দ্র রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনোরঞ্জন বর্মণের পরিবার রান্নাবান্না শেষে শিশুদের বাড়িতে রেখে কাজে বেরিয়ে যায়। দুপুরের দিকে স্থানীয়রা হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ছুটে এসে শিশুদের নিরাপদে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে দেখা যায়, রান্না ঘরের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক বলেন,
“মনোরঞ্জন বর্মণের রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ৬টি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।