
রাজৈরের পাখুল্লা গ্রামে নরেশ বালা ও তার পরিবারকে মারধর–ভাঙচুর–লুটপাটের অভিযোগ, এলাকায় উত্তেজনা
HindusNews Desk | রাজৈর, মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে নরেশ বালা ও তার ছেলে সুজয় বালার ওপর হামলার অভিযোগ ওঠেছে একই গ্রামের পরিমল বালা, বাবুল বালা, জয়দেব বালা ও সঞ্জিত বালার বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে নরেশ বালার মালিকানাধীন দোকানে আকস্মিক হামলা চালানো হয়। এ সময় দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি তাদের।
হামলার শিকার নরেশ বালা ও সুজয় বালা ছাড়াও পরিবার থেকে এগিয়ে আসায় নরেশ বালার স্ত্রী ও কন্যাকেও মারধরের শিকার হতে হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কোন বিরোধ বা বিবাদের সূত্রে এই হামলা—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার পর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। আহত পরিবারের সদস্যরা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।