
চট্টগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হিন্দু যুবক আকাশ ঘোষ!
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আকাশ ঘোষ (২৬) নামের এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় এলাকাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া।
নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার জন্য সানি নামে এলাকার এক যুবক আকাশের কাছে টাকা ধার করেছিলেন। বেশ কয়েক দফা চাওয়া সত্ত্বেও সানি টাকা পরিশোধ করেননি। বৃহস্পতিবার রাতে শেষবারের মতো পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক আকাশের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই আকাশ গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা HindusNews-কে জানান, “একটি পাওনা টাকা না দেওয়াকে কেন্দ্র করে এমন নির্মমভাবে আমাদের ছেলেকে হত্যা করা হবে—এটা ভাবতেও পারছি না। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। সানি ও তার সহযোগীদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এদিকে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সামান্য পাওনা টাকা নিয়ে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনার তদন্ত চলছে এবং সুষ্ঠু বিচার পাওয়া পর্যন্ত আকাশের পরিবার ও স্থানীয়রা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।