দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমরের বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক :
দিল্লিতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের মূল অভিযুক্ত উমর নবির বাড়ি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনী শুক্রবার মধ্যরাতে ধ্বংস করে দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার তদন্তে জানা গেছে, দিল্লিতে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি উমর নিজে চালাচ্ছিলেন।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উমরের বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে পুরো বাড়িটি ধ্বংস করা হয়। বিস্ফোরণের পর রাতভর পুলওয়ামা ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তিনজন উমরের পরিবারের সদস্য।
পুলিশের তদন্তকারীরা বলছেন, দিল্লি বিস্ফোরণের তদন্তে দুই কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে, যাদের সঙ্গে পেশাগত কারণে উমরের যোগাযোগ ছিল। উমর ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে, যা ১৩ জনের প্রাণহানি ঘটায়। এদিনই ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ দল।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উমরের বাড়ি ধ্বংস করা এই অভিযান একটি সতর্কবার্তা স্বরূপ, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ হামলার চেষ্টা রোধ করা যায়।