
মাদারীপুরে বিকাশের দোকানে বড় ধরনের চুরি, ভুক্তভোগী সুজনের সর্বশ্ব লুট!
HindusNews ডেস্ক :
মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া বাজারে শুক্রবার দুপুরে একটি বিকাশের দোকানে ঘটে গেছে বড় ধরনের চুরির ঘটনা। দোকানের মালিক সুজন দুপুরে দোকান বন্ধ করে একটি পারিবারিক অনুষ্ঠানে যান। স্বল্প সময় পর অনুষ্ঠান থেকে ফিরে এসে তিনি দেখেন, দোকানের পিছনের দিকের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সুজনের স্ত্রী জানান, দোকান প্রতিদিনই দুপুরে কিছু সময়ের জন্য বন্ধ থাকে। কিন্তু আজকের দিনটিতে যে এত বড় ক্ষতি অপেক্ষা করছিল, সেটা তারা কল্পনাও করেননি। তিনি জানান, “দুপুরের দিকে দোকান বন্ধ করেই আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম পিছনের টিন কাটা আর ক্যাশবাক্স খালি। এমন ক্ষতির পর মানসিকভাবে ভেঙে পড়েছি।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ঘনঘন ক্ষয়ক্ষতির খবর পাওয়ায় এলাকাজুড়ে আতঙ্কও দেখা দিয়েছে।
জানা যায়,চুরির পরপরই সুজন থানায় গিয়ে মামলা দায়ের করেন
স্থানীয় ব্যবসায়ীরা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করবে।