
রাধাগোবিন্দ জিউ আখড়া দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন শনিবার
নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ আখড়ায় কথিত অবৈধ দখলদারিত্ব, অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগের প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসূচির আয়োজন করছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখা।
আয়োজকদের দাবি, রাধাগোবিন্দ জিউ আখড়ার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে আসছে। তারা অভিযোগ করেন, আখড়ার দখলদারিত্বকে স্থায়ী করতে জিতেন দেবনাথ গং কর্তৃক ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সক্রিয় নেতার বিরুদ্ধে একাধিক কথিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আখড়াকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আয়োজকরা রাহুল দেবনাথ ও শান্ত দেবনাথ গংকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার মাধ্যমে শুধু ধর্মীয় স্থাপনার মর্যাদাই ক্ষুণ্ন হচ্ছে না, বরং সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দও হয়রানির শিকার হচ্ছেন।
নেতৃবৃন্দ জানান, ‘‘ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে ভয়ভীতি তৈরি করা হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’
ঘোষিত এ কর্মসূচিকে সফল করতে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষসহ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।