
ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই তিনতলার ছাদে উঠে ঝাঁপ মায়ের!পূর্ব মেদিনীপুরে মা-ছেলের পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া
HindusNews ডেস্ক :
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। কলেজ পড়ুয়া শুভাদ্রি বৈদ্য (২১) হঠাৎ করেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পরপরই ছেলের মৃত্যুতে মর্মাহত হয়ে মা মানসী বৈদ্যও নিজের জীবন শেষ করার চরম সিদ্ধান্ত নেন।
৮ নভেম্বর দুপুরে শুভাদ্রি বৈদ্য বাড়িতে পড়ে যান এবং সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুভাদ্রির পিতা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক ইনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত।
শুভাদ্রির মৃতদেহের ময়না তদন্ত তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সম্পন্ন করা হয়। রাত ৮:৩০ টার দিকে মৃতদেহ বাড়িতে পৌঁছায়। মৃতদেহ দেখার কিছুক্ষনের মধ্যেই মানসী বৈদ্য নিজের বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে মেচেদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরপর মা-ছেলের মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। আজ মৃত মানসী বৈদ্যর ময়না তদন্ত তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মানুষজন এবং পরিবারের সদস্যরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।