
সিলেটে প্রিমা শর্মা নামের এক হিন্দু মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার!
HindusNews ডেস্ক :
সিলেটের জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় নিজ বাসা থেকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিমা শর্মা (২২)–এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বহুবার ডাকাডাকি করেও প্রিমার কোনো সাড়া না পেয়ে তারা তার শোবার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্তের সব দিকই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট মোটিভ বা কারণ উদ্ঘাটিত হয়নি। পরিবার বা সহপাঠীদের কাছ থেকেও প্রিমার সাম্প্রতিক মানসিক অবস্থা, ব্যক্তিগত চাপ বা শিক্ষাজনিত কোনো সংকটের তথ্য পাওয়া যায়নি। সহপাঠীরা জানিয়েছেন, তিনি শান্ত-স্বভাবের, মেধাবী এবং নিয়মিত ছাত্রী ছিলেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
এক তরুণী মেডিকেল শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে উদ্বেগ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ বলেছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।