
গৌরনদীতে হিন্দু নারীকে শ্বাসরোধে হত্যা! ঘর থেকে সর্বশ্ব লুট,এলাকায় আতঙ্ক!
বরিশাল প্রতিনিধি :
বরিশালের গৌরনদী থানার চর রমজানপুর গ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এক হিন্দু নারীকে। নিহতের নাম সবিতা রানী মন্ডল (৫৫)।
তিনি একা বাস করছিলেন, কয়েক মাস আগে তার স্বামী সুধাংশ মন্ডল মারা গেছেন। তার ছেলে সুকুমার মন্ডল বর্তমানে গ্রিসে প্রবাসী, তিন দিন আগে ছুটিতে দেশে ফিরে বোনের বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মণ্ডল বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে ঘরে লুকিয়ে ছিলো সংঘবদ্ধ দুর্বৃত্তরা। সুযোগ বুঝে তারা ঘরের মালামাল লুট করতে গিয়ে বাঁধা প্রদান করায় সবিতা রানীকে শ্বাসরোধে হত্যা করেছে। সকালে প্রতিবেশিরা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলে বিছানায় সবিতার নিথর দেহ এবং এলোমেলো অবস্থায় ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখতে পান। পরে তারা থানা পুলিশকে খবর দেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এটি সাধারণ ডাকাতি নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহত নারী কয়েক মাস ধরে একাই বাস করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময় এলাকায় চুরি-ডাকাতি বেড়েছে। কয়েকদিন আগেও গভীর রাতে সন্দেহজনক লোকজনের দেখা মিলেছিল।
এলাকাটি মূলত সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভয় প্রকাশ করেছেন, “হয়তো এবার গ্রাম শূন্য হয়ে যাবে।”
নিহতের স্বজনরা দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।