
ফেনীর সোনাগাজী এলাকায় রিকশাচালক মনোরঞ্জন দাসকে জবাই করে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
ফেনীর সোনাগাজী ও কোম্পানীগঞ্জের মাঝামাঝি ছোট দলি এলাকায় আজ রাত আটটার দিকে ভয়াবহ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রিকশাচালক মনোরঞ্জন দাস (বয়স প্রায় ৪৫) যাত্রী নামিয়ে কোম্পানীগঞ্জ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, ফেরার পথেই একদল দুর্বৃত্ত তার রিকশা থামিয়ে চাঁদা দাবি করে। মনোরঞ্জন দাস চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে উঠলে দুর্বৃত্তরা তার রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মনোরঞ্জন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে নৃশংস হামলা চালায়।
হত্যাকারীরা তাকে গলা কেটে জবাই করে রাস্তার একপাশে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় এবং রিকশাটি দূরে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পথচারীরা রাস্তায় মনোরঞ্জনের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাতের যাতায়াত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুধুমাত্র ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাজুড়ে অভিযান চলছে এবং জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ছোট দলি এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি ও ছিনতাই চক্র সক্রিয় রয়েছে; মনোরঞ্জন দাস সেই চক্রের নির্মম শিকার হয়েছেন।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। মনোরঞ্জন দাস নিত্যদিনের মতোই রিকশা নিয়ে বের হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফিরতে পারলেন না।