
দিনাজপুরে নবান্ন উৎসব পালিত:নতুন চালের ভাত আর মিলনমেলার আনন্দে মুখরিত জনপদ
দেবব্রত চ্যাটার্জী দেব,দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের কৃষি-সমৃদ্ধ জনপদ আজ ছিল উৎসবের রঙে রাঙানো। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গ্রাম ও শহরে পালিত হয়েছে বর্ণিল নবান্ন উৎসব। ভোরের কুয়াশা ভেদ করে উঠেই মানুষের ঘরে ঘরে শুরু হয় নতুন চালের ভাত, পিঠা, পায়েস রান্নার ব্যস্ততা—চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
নবান্নের মূল আকর্ষণ নতুন চালের ভাত খাওয়া-খাওয়ানো। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অতিথিদেরও এ ভোজে নিমন্ত্রণ করা হয়। শুধু খাবারের উৎসব নয়—নতুন ফসল ঘরে ওঠার আনন্দে মানুষ ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করে, কৃষিকাজে উন্নতি কামনা করে।
উৎসবকে ঘিরে বিভিন্ন এলাকায় ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, কবিতা আবৃত্তি, গ্রামীণ খেলাধুলা ও কৃষক সম্মাননা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
স্থানীয় প্রবীণরা জানান, নবান্ন কেবল নতুন ফসলের আনন্দ নয়—এটি বাংলার কৃষিভিত্তিক সমাজের হাজার বছরের ঐতিহ্য, যা মানুষকে এক সুতোয় বাঁধে। শ্রেণি-পেশা নির্বিশেষে সকলেই অংশ নেয় এ আনন্দে, ছড়িয়ে পড়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।
দিনব্যাপী এ আয়োজনে দিনাজপুরের গ্রাম থেকে শহর—সবখানেই ছিল আনন্দ, ঐতিহ্য আর খাদ্যের উচ্ছ্বাস। নতুন চালের ভাত-পিঠার মিষ্টি গন্ধে মুখরিত ছিল প্রতিটি উঠোন, প্রতিটি আঙিনা।