
চাঁদপুরের হাইমচরে অস্ত্রের মুখে হিন্দু শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি! আহত ৩
HindusNews ডেস্ক : চাঁদপুর
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে রবিবার (১৬ নভেম্বর) ভোররাতে ঘটে গেলো চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির ঘটনা। মুখোশধারী একদল ডাকাত স্থানীয় এক হিন্দু শিক্ষক পরিবারের বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ভোরের অন্ধকারে হঠাৎই মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন সরকার (৪৭), তার স্ত্রী মিঠু মহাজন (৩৮) এবং পরিবারের সদস্য স্বপন সরকার (৩১)-কে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নেয়।
এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) এগিয়ে এলে ডাকাতরা তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এভাবে সশস্ত্র ডাকাতি বহু বছর পর হলো। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীর। তিনি বলেন, “ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। সংশ্লিষ্ট ডিবি দলকে সঙ্গে নিয়ে স্থান পরিদর্শন করা হয়েছে।”
অন্যদিকে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযোগ পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গেছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”
এলাকাবাসী জরুরি ভিত্তিতে পুলিশি টহল বাড়ানো এবং সশস্ত্র ডাকাতচক্রকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও কঠোর পদক্ষেপ দরকার।