
শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদে সরস্বতী পূজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন ভর্তি পরীক্ষা নির্ধারণ করায় শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বুধবার রাতে ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে ‘B’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষা।
প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ‘ক’ ইউনিটের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনটি বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার দিন হওয়ায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। তাদের অভিযোগ—এদিন পরীক্ষা হলে তারা পূজার পূজা-অর্চনায় অংশ নিতে পারবে না এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হবে।
শিক্ষার্থীদের প্রতিবাদ বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিষয়টি বিবেচনায় নেয়। জরুরি বৈঠক শেষে ভর্তি কমিটির আহ্বায়ক জানান, বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতির প্রতি সংবেদনশীল। তাই কোনো ধর্মীয় উৎসবের দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে প্রশাসন সরে এসেছে। একই সঙ্গে পরীক্ষার হালনাগাদ সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিগগিরই প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
জবি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যে, প্রশাসন সময়মতো সমাধানে আসায় ক্যাম্পাসে অ unnecessary উত্তেজনা প্রশমিত হয়েছে এবং সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত এসেছে।
সরস্বতী পূজার দিনে পরীক্ষা নির্ধারণকে কেন্দ্র করে যে অসন্তোষ তৈরি হয়েছিল, নতুন তারিখ ঘোষণার পর সেই পরিস্থিতি স্বস্তিতে পরিণত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আবার স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।