
বাগেরহাটের কচুয়ায় মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে পিসি কলেজ শিক্ষার্থী গ্রেফতার
HindusNews ডেস্ক
বাগেরহাটের কচুয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে পিসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শুক্রবার রাতে থানায় দায়ের করা অভিযোগের পর তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল মুখোপাধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধার মালিক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিষ্ণু মুখার্জি। তিনি মঘিয়া ইউনিয়নের অন্তর্গত এলাকায় বসবাস করেন। অভিযোগ প্রকাশের পর স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
কচুয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে করা আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ বাড়তে থাকে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে প্রশাসন স্থানীয়দের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত বিচারিক প্রক্রিয়া নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নেটিজেনরা।