
মাদারীপুরের রাজৈরে তিনটি হিন্দু দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা!
HindusNews
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম লাউসার এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি হিন্দু মালিকানাধীন দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। রাত গভীরের নিস্তব্ধতা ভেঙে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে দোকানগুলোর সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারের ঘরগুলো টিনশেড ও কাঠের হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুন দেখতে পেয়ে পাশের বিল বাঘিয়া এলাকার জেলে ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। অবশেষে প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের জীবনের সঞ্চিত মূলধন, ব্যবসার সব পণ্য এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। একজন দোকানদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের পলকে সব শেষ হয়ে গেল। কীভাবে আবার শুরু করব জানি না।”
দোকানীদের হিসেব অনুযায়ী, তিনটি দোকানের মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।
স্থানীয়রা প্রশাসনের জরুরি সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।