
কলকাতায় ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’: ঐতিহাসিক আয়োজনের প্রস্তুতি জোরদার
আন্তর্জাতিক ডেস্ক :
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহাধর্মীয় আয়োজন— ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। সনাতন সংস্কৃতি ও গীতা প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন সনাতন সংগঠনের সমন্বয়ে পরিকল্পিত এই বিশাল অনুষ্ঠানের ক্ষণগণনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শহরজুড়ে এ নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য বিশ্বব্যাপী সনাতন ধর্মের শান্তির দর্শন ও মানবকল্যাণের বাণী ছড়িয়ে দেওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে গীতা অধ্যয়ন ও চর্চায় আকৃষ্ট করাই এই আয়োজনে প্রধান উদ্দেশ্য হিসেবে দেখা হচ্ছে।
ভারতবর্ষের ইতিহাসে একসঙ্গে এত মানুষের গীতাপাঠ— এমন চিত্র আগে কখনো দেখা যায়নি। আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমবেত পাঠ।
আলোচনায় উঠে এসেছে যে, গত কয়েক মাস ধরে সনাতন সংস্কৃতি সংসদ এই মহাযজ্ঞের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা ব্লক করা, নিয়ন্ত্রিত প্রবেশপথ তৈরি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল ও স্বাস্থ্যসেবা স্টল স্থাপনসহ বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাঁচ লক্ষ মানুষের জন্য গীতার বিশেষ প্রিন্ট সংস্করণও প্রস্তুত করছে সংগঠনটি।
তবে এত বড় জনসমাগম আয়োজনের বিষয়ে এখনো কলকাতা পুলিশ ও প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। ফলে ‘৫ লক্ষ কণ্ঠ’— এই বিপুল সংখ্যাটি বাস্তবে সম্ভব হবে কি না, তা নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠেছে।
তবুও আয়োজকদের সাফ বক্তব্য— অনুমোদন প্রক্রিয়া চলছে এবং তারা আশাবাদী যে সব বাধা অতিক্রম করেই অনুষ্ঠানটি ঐতিহাসিক রূপ নেবে।
সনাতন সংগঠনগুলোর মতে, ৭ ডিসেম্বরের এই মহাগীতাপাঠ শুধু একটি অনুষ্ঠান নয়— এটি হতে যাচ্ছে ধর্মীয় ঐক্য, শান্তি ও সনাতন সংস্কৃতির মহাগৌরবের এক স্মরণীয় অধ্যায়।
লক্ষাধিক মানুষের কণ্ঠে একযোগে গীতার শ্লোকধ্বনি বিশ্ববাসীর কাছে নতুন বার্তা পাঠাবে— এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
আগামী ৭ ডিসেম্বর ব্রিগেডে সনাতনী সমাজ নতুন এক ইতিহাস রচনার অপেক্ষায়।