
সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ICU–তে মানবিক সহায়তার আহ্বান
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতল এলাকায় গত ১৬ নভেম্বর (রোববার) সন্ধ্যায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন মীরসরাই উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পণ দাস, তার ছোট ভাই এবং তাদের মা।
দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনজনই হাসপাতালের আইসিইউতে গুরুতর অবস্থায় জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না পেলে তাদের অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। বাবা–হারা অর্পণ দাস পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারকে সহযোগিতাও করছিল। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। ICU–র ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
গুরুতর আহত তিনজনকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। অর্পণের আত্মীয়রা জানিয়েছেন—একটি ছোট সহায়তাও এই মুহূর্তে তাদের জন্য জীবন বাঁচানোর বড় আশীর্বাদ হতে পারে।
সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর:
সজল দাশ – 01836-203257 (রোগীর মামা)
সুশঙ্কর – 01724-504743 (রোগীর জেঠা)
ফেসবুকে এক আবেগঘন পোস্টে অর্পণের আত্মীয় নিশান চৌধুরী লেখেন—
“আমার কাকি ও দুই ভাইয়ের অবস্থা খুবই খারাপ। সবাই ICU–তে জীবন–মৃত্যুর লড়াই করছে। যে কেউ সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করলে আমাদের পরিবারটা বাঁচতে পারে।”
সীতাকুণ্ডের দুর্ঘটনা এলাকাজুড়ে এখনও শোকের ছায়া। স্থানীয়রা জানান, হঠাৎ মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বহু যাত্রী আহত হন।
এই কঠিন পরিস্থিতিতে অর্পণ দাসের পরিবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশ-বিদেশের সব সহৃদয় মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।
মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার অনুরোধ।