
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়বেন চন্দন কুমার দাস
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিনে চন্দন কুমার দাস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের পর চন্দন কুমার দাস বলেন, “আমি চন্দন কুমার দাস, অণুজীব বিজ্ঞান বিভাগের ১৭তম আবর্তনের ছাত্র। আমি জকসু ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছি। আমার মূল লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দেবো যাতে ছাত্র সমাজের সকল অংশের স্বার্থ রক্ষা হয়। বর্তমানে ক্যাম্পাসের বিভিন্ন দলভিত্তিক প্যানেলগুলোতে মাইনরিটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের অনেক সময় গুরুত্বপূর্ণ পদ থেকে দূরে রাখা হয়। ভিপি, জিএস ও এজিএস পদে যোগ্য শিক্ষার্থীরাও নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পান না। এই অন্যায় মোকাবেলায় আমি মাঠে নেমেছি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।”
চন্দন আরও জানান, “স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহকারী অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি স্বতন্ত্র প্যানেল গঠন করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহকারী একাধিক প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে, যাতে শিক্ষার্থীদের স্বকীয়তা ও অধিকার রক্ষা নিশ্চিত করা যায়।”
চন্দন কুমার দাসের স্বতন্ত্র প্রার্থিতা শিক্ষার্থী সমাজে বিশেষভাবে নজরকাড়া হচ্ছে, কারণ এটি মাইনরিটি শিক্ষার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রচেষ্টার সঙ্গে যুক্ত।