
ভয়াল ১৮ নভেম্বর: বাঁশখালীর শীলপাড়ায় ১১ হিন্দু নারী, বৃদ্ধ ও শিশুর নির্মম হত্যাকাণ্ড আজও রহস্যময়
চট্টগ্রাম প্রতিনিধি :
আজ ১৮ নভেম্বর। ইতিহাসে দাগ কেটে রাখা সেই ভয়াল রাতের ২২ বছর পূর্ণ হলো। ২০০৩ সালের এই দিনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়া এলাকায় মধ্যরাতে ডাকাতির ছদ্মবেশে এক নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেদিন ১১ জন নিরীহ নারী, বৃদ্ধ ও শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়।
HindusNews এর অনুসন্ধানে জানা যায়, নিহতরা ছিলেন:
১. তেজেন্দ্র লাল শীল, বয়স ৭০
২. তার স্ত্রী বকুল বালা শীল, বয়স ৬০
৩. ছেলে অনিল কান্তি শীল, বয়স ৪২
৪. তার স্ত্রী স্মৃতি রাণী শীল, বয়স ৩০
৫. তাদের মেয়ে মুনিয়া শীল, বয়স ৭
৬. রুমি শীল, বয়স ১১
৭. চারদিন বয়সী শিশু কার্তিক শীল
৮. তেজেন্দ্র শীলের ছোট ভাই শচীন্দ্র শীলের মেয়ে বাবুটি শীল, বয়স ২৫
৯. প্রসাদী শীল, বয়স ১৭
১০. অ্যানী শীল, বয়স ১৫
১১. বান্দরবান থেকে বেড়াতে আসা তেজেন্দ্র শীলের বেয়াই দেবেন্দ্র শীল, বয়স ৭৫
সৌভাগ্যবশত, এ দিন শীল পরিবারে ছাদের বাইরে থাকায় এবং লাফ দিয়ে আহত অবস্থায় লুকিয়ে থাকা দুই ব্যক্তি নির্মল শীল ও বিমল শীল প্রাণে বেঁচে যান।
দীর্ঘ ২২ বছর পার হলেও সেই রাতের রহস্য এখনও উদঘাটিত হয়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে তদন্ত প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘস্থায়ী হয়নি। আজও নিহতদের পরিবার ও গ্রামবাসী ন্যায়ের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।