

দেশে ফিরল প্রয়াত কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপের মরদেহ
নিজস্ব প্রতিবেদক :
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার পথে আকস্মিক মৃত্যু হওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ অবশেষে দেশে ফিরে এসেছে।
দীপংকের ভাই দিবাকর দাস ধ্রুব এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “ভাই দেশে ফিরেছে। শেষবারের মতো আপনিও তাকে দেখতে পারবেন। অনেকদিনের অপেক্ষা, দুঃখ, কষ্ট আর প্রার্থনার পর অবশেষে আমাদের প্রিয় ভাই দেশে ফিরে এসেছে—তবে জীবিত নয়, নিথর দেহে। আমরা কেউই ভাবিনি এত দ্রুত এভাবে তাকে হারাতে হবে। হৃদয়ের সব ভালোবাসা, মায়া আর স্মৃতির ভার নিয়ে আজ সে ফিরে এসেছে তার আপন মানুষদের কাছে।”
দিবাকর দাস ধ্রুব আরও জানান, “আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমাদের সবার প্রিয় আমার ভাই দীপংকর দাস দ্বীপ-কে শেষবারের মতো দেখা যাবে আজ রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এটি সিলেটের টিলাগড়ের গোপালটিলার পুকুরপাড়ে অনুষ্ঠিত হবে। রাস্তায় জ্যামের পরিস্থিতির উপর নির্ভর করে মরদেহ সে ৩টার আগেও বা পরেও পৌঁছাতে পারে। এই সময়ে যে কেউ এসে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।”
পরে তার দেহ পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ-এর পারিবারিক বাড়িতে নেওয়া হবে। সেখানে দিনের বেলায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। রবিবার সকাল ৭টার পর কেউ চাইলে পুটিজুরীতে গিয়ে দীপংকরকে শেষবারের মতো দেখতে পারবেন।
দিবাকর দাস ধ্রুব পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন, “আজ ভাই নেই—কিন্তু তার স্মৃতি, তার হাসি, তার মানুষের প্রতি ভালোবাসা আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। ভাইয়ের প্রতি আপনারা যে স্নেহ ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান হিসেবে শুধু একটি জিনিস চাই—তার আত্মার শান্তির জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন।”
তার আকস্মিক মৃত্যু সিলেটসহ দেশের কন্টেন্ট ক্রিয়েটর ও যুব সমাজের মাঝে শোকের ছায়া নেমে এনেছে।