
রংপুরের পানবাড়ি সার্বজনীন শিব মন্দিরে শিবমূর্তি ভাঙচুর
HindusNews ডেস্ক :
রংপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের পানবাড়ি এলাকায় অবস্থিত সার্বজনীন শিব মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও শিবমূর্তির মাথা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, ১৭ নভেম্বর গভীর রাতে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা মন্দিরে প্রবেশ করে শিবমূর্তির মাথা ভেঙে ফেলেছে।
পরদিন সকালে মন্দিরে পূজা দিতে এসে এলাকাবাসী প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। তারা জানান, প্রতিদিনের মতো সকালে মন্দির খোলার পর দেখা যায় মন্দিরের ভিতরে থাকা শিবঠাকুরের মাথা নেই। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত চারপাশে খবর ছড়িয়ে দেন এবং মন্দির কমিটির সদস্যদের ডাকেন।
এলাকাবাসীরা বলেন, “আমরা সকালে এসে দেখি শিবঠাকুরের মাথা নেই। খুবই উদ্বেগজনক একটি ঘটনা। এখন পর্যন্ত জানা যায়নি কারা এটা করেছে। রাতের অন্ধকারে নিশ্চয়ই পরিকল্পিতভাবে কেউ এসে এই অপকর্ম করেছে।”
ঘটনার পর স্থানীয়রা নিরাপত্তাহীনতা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ ধরনের হামলা ধর্মীয় সহনশীলতার ওপর আঘাত এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা।
মন্দির কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।