
জাতীয় প্রেস ক্লাবে সনাতন ধর্ম অবমাননার প্রতিবাদে মানববন্ধন
সবুজ দত্ত, ঢাকা:
বিএনপি নেতা হারুনুর রশীদের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যে সনাতন ধর্ম অবমাননার অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সনাতনী সংগঠন। শনিবার সকাল থেকেই প্রেস ক্লাব এলাকা সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাসংঘের সভাপতি পীযুষ দাস, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায়সহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। তারা অভিযোগিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন—সনাতন ধর্ম বা যে কোনো ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা অভিযোগ করেন, হারুনুর রশীদের মন্তব্য সনাতনী সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ সময় তারা তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
এ ছাড়া দলীয় শৃঙ্খলার স্বার্থে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বক্তারা। তাদের দাবি—ব্যাখ্যা বা ক্ষমা না এলে হারুনুর রশীদকে দলের সব সাংগঠনিক পদ থেকে অপসারণ করতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারীরা আরও সতর্ক করে বলেন—সনাতন ধর্ম নিয়ে কটূক্তি ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও এমন ঘটনা প্রতিরোধে কঠোর তদারকি নিশ্চিত করার দাবি জানান।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া মানববন্ধনে সনাতনী সমাজের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়—ধর্মীয় সম্প্রীতি রক্ষায় যে কোনো প্রকার অবমাননার বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার থাকবে।