
মাগুরায় ছিনতাইকারীর হামলা প্রতিহত করলেন এনজিও কর্মী রিনা রায়
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ছিনতাইকারীদের হামলা থেকে নিজের সাহস ও বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন এনজিও কর্মী রিনা রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ব্যাগ ও সোনা–দানা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রাণপণ লড়াই করে তাদের প্রতিরোধ করেন।
ভুক্তভোগী রিনা রায় জানান, “নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী ব্যাগ, সোনা–দানা নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। মরে তো যাবোই, তাই শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরে দেখি একটি অস্ত্র পড়ে আছে। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।”
স্থানীয়দের ধারণা, রিনা রায়ের তীব্র প্রতিরোধ না থাকলে ঘটনাটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। প্রায়ই এমন ঘটনায় নারী নির্যাতন, ধর্ষণ বা হত্যার শিকার হন অনেক নিরীহ নারীরা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রটি জব্দ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্তে অভিযান চলছে।
রিনা রায়ের সাহসিকতা ও আত্মরক্ষার প্রচেষ্টা বড় ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করেছে। বিশেষজ্ঞদের মতে, নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।