
সীতাকুণ্ড দুর্ঘটনায় নিহত রিংকু রাণী দাশের শেষকৃত্য সম্পন্ন, আইসিইউতে সন্তানদের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়াল মিরসরাইবাসী
সংবাদ প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতলে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের রিংকু রাণী দাশের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত তার দুই সন্তান এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, দুর্ঘটনার প্রথম দিনেই পাঁচজনের প্রাণহানি ঘটে। একই ঘটনায় মিরসরাইয়ের কিসমত জাফরাবাদের একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে অর্পণ দাশ—যিনি মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী—এবং তার ছোট ভাই বর্তমানে আইসিইউতে ভর্তি।
চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাদের মা রিংকু রাণী দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক সহায়তার আহ্বান জানান। তার সেই পোস্ট দেখে মিরসরাইয়ের বিভিন্ন স্তরের মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেন।
সেই সংগৃহীত অর্থ এবং মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সহযোগিতায় রিংকু রাণী দাশের শেষকৃত্যে গিয়ে স্বজনদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। একই সঙ্গে আহত দুই শিশুর চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আহতদের চিকিৎসায় সহায়তার বিকাশ নম্বর:
১) সজল দাশ (রোগীর মামা): 01836-203257
২) সুশঙ্কর (রোগীর জেঠা): 01724-504743
যেকোনো সহৃদয়বান মানুষকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।