
মোদির পা ছুঁয়ে ঐশ্বরিয়ার প্রণাম, অন্তর্জালে মিশ্র প্রতিক্রিয়া
Hindus News Desk:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বুধবার (১৯ নভেম্বর) অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবং জি. কিষাণ রেড্ডি। সেই মঞ্চেই নরেন্দ্র মোদিকে প্রণাম করেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।একটি ভিডিওতে দেখা যায়, জাত, প্রেম ও ধর্ম নিয়ে বক্তব্য রাখেন ঐশ্বরিয়া। বক্তব্যে তিনি বলেন যে, “একটাই জাত, মানবতা। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা, হৃদয়ের ভাষা; আর ঈশ্বরও একজন, তিনি সর্বব্যাপী।” তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে সমর্থন জানান।
ঐশ্বরিয়ার তার বক্তব্য শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা স্পর্শ করে প্রণাম করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। দেশটির প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে উষ্ণ অভিবাদন জানান। তারপর নির্ধারিত চেয়ারে গিয়ে বসেন এই অভিনেত্রী।
ভিডিও ক্লিপটি দ্রুত সময়ের মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।