আজকে হিন্দু ইয়ুথ কনফারেন্সে সনাতনী অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রামের স্বীকৃতি

1 week ago
VIEWS: 24

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে ছয় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে বড়ভিটা ইউনিয়ন বিএনপির নির্বাচনী এক অনুষ্ঠানে মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অনুষ্ঠানে জামায়াতেরও দশজন বিএনপিতে যোগদান করেছেন।

বড়ভিটা ইউনিয়নের অতুল কুমার, জগদীশ ও প্রভাস চন্দ্র রায়ের নেতৃত্বে ৭, ৮ ও ৯ ওয়ার্ডে ছয় শতাধিক হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগ দেন। এসময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামাণিকসহ আরও অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, পলাশ, সাবেক যুবনেতা নজরুল ইসলাম দুলু, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা দলের সভাপতি মারুফা আক্তার প্রমুখ।

অতুল কুমার, জগদীশ ও প্রভাস চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা বড়ভিটা ইউনিয়নে তিন ওয়ার্ড থেকে ছয় শতাধিক হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করেছি।

‘বিএনপি কখনও ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করে না। তাই নিরাপত্তা ও অধিকার রক্ষার বিশ্বাস থেকেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি। শুধু বিএনপিতে যোগদান নয়, সেই সাথে ধানের শীষে ভোট দিয়ে গফুর সরকারকে আমরা নির্বাচিত করব।’


to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন