
দিনাজপুরের রনজিৎ সরকার আবারও মি. বাংলাদেশ নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কৃতি সন্তান রনজিৎ চন্দ্র সরকার আবারও মি. বাংলাদেশ খেতাব অর্জন করেছেন। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বিএবিবিএফ ন্যাশনাল বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ–২০২৫ প্রতিযোগিতায় তিনি ৭৫ কেজি ওজনশ্রেণীতে স্বর্ণপদক ও মি. বাংলাদেশ খেতাব লাভ করেন।
দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্বর্ণপদকজয়ী এ বডিবিল্ডার এর আগে বহু অর্জনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। সর্বশেষ এ অর্জন তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করেছে।
জন্ম ও শিক্ষা
রনজিৎ চন্দ্র সরকার ১৯৮৬ সালের ৯ এপ্রিল দিনাজপুরের ভান্ডারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় সুশেন চন্দ্র সরকার এবং মাতা কাইচালী বালা। তিনি ২০০৫ সালে দিনাজপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০০৯ সালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।
বডিবিল্ডিং ক্যারিয়ার
পড়ালেখার পাশাপাশি বডিবিল্ডিংয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই তার যাত্রা শুরু। ২০০৫ সালে প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি মি. দিনাজপুর খেতাব অর্জন করেন। এরপর ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান শক্ত করেন।
২০১৪: মি. বাংলাদেশ–গোল্ড
২০১৫: মি. বাংলাদেশ–সিলভার
২০১৬: মি. বাংলাদেশ–ব্রোঞ্জ
২০১৮ সালের ৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব আঞ্চলিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়সহ মি. ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হন।
এছাড়া ২০১৯ সালের ৩০ মার্চ ঢাকার এনএসসি টাওয়ারে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় ৭০ কেজি ওজনশ্রেণীতে স্বর্ণপদক অর্জন করে তিনি মি. ঢাকা নির্বাচিত হন।
বাংলাদেশের গর্ব
দেশের বডিবিল্ডিং অঙ্গনে রনজিৎ সরকার বর্তমানে এক উজ্জ্বল নক্ষত্র। তার ধারাবাহিক সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।