
মি. চট্টগ্রাম প্রতিযোগিতায় আলোচনায় চবি শিক্ষার্থী রুদ্র দে
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম: সম্প্রতি অনুষ্ঠিত “MR CHATTOGRAM Bodybuilding Competition”–এ বিশেষ সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্টস বিভাগের শিক্ষার্থী রুদ্র দে। প্রতিযোগিতায় তাঁর অসাধারণ পারফরম্যান্স, শারীরিক গঠন, ভঙ্গি ও দক্ষতা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। তরুণ অ্যাথলিটদের ভিড়ে নিজ যোগ্যতায় আলাদাভাবে উঠে আসেন তিনি।
বডিবিল্ডিংকে শুধুমাত্র খেলা হিসেবে নয়, অভিযান ও শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখেন রুদ্র দে। পড়াশোনার পাশাপাশি কঠোর অনুশীলন, নিয়মিত ট্রেনিং এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ—এসবই তাঁর সাফল্যের মূল ভিত্তি বলে জানান তিনি।
নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ নিয়ে রুদ্র দে বলেন,
“আমি চাই আমার ঐতিহ্য, আমার ধর্ম, আমার পরিবার ও এলাকার পরিচিতি নিয়ে সামনে এগোতে। শরীরচর্চা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গর্বিত করতে চাই।”
রুদ্র দে’র সহপাঠী ও শিক্ষকরাও এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, রুদ্র দে অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম—যেখানে পরিশ্রম, অধ্যবসায় ও আত্মশৃঙ্খলা থাকলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
এদিকে আসন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন রুদ্র। ব্যক্তিগত ঐতিহ্য, মূল্যবোধ ও সম্মানের সঙ্গে আরও দূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
চট্টগ্রাম নগরের দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস্টার চট্টগ্রাম ওপেন বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’ শিরোনামে দুই দিনব্যাপী বডিবিল্ডিং প্রতিযোগিতা। সারাদেশের প্রায় ৫০০ এর অধিক খেলোয়াড় অংশ নেবেন এবারের আয়োজনে।
প্রতিযোগিতার আয়োজন করছে গ্র্যাভিটি ফিটনেস পিএলসি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।
এবারের প্রতিযোগিতায় মোট ১০টি ক্যাটাগরি থাকবে। এর মধ্যে রয়েছে ম্যানস ফিজিক (১৬৬ সে.মি. এবং ১৬৬ প্লাস সে.মি.), বডিবিল্ডিং (৬০ কেজি থেকে ৮০ প্লাস কেজি), মাস্টার্স (৪০ বছর বা তদূর্ধ্ব) ইত্যাদি। এ ছাড়া শুধু চট্টগ্রামের তরুণদের জন্য থাকছে ‘এমার্জিং মিস্টার চট্টগ্রাম’ পর্ব। এই বিভাগে শুধুমাত্র ২১ বছরের কম বয়সী চট্টগ্রামের বাসিন্দা খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।
সব ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা বিজয়ীদের নিয়ে শেষে অনুষ্ঠিত হবে ‘ওভারঅল চ্যাম্পিয়ন ’ প্রতিযোগিতা। সর্বোচ্চ বিজয়ী পাবেন একটি ১৫০ সিসির মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার রাজকীয় অভ্যর্থনা। এছাড়া আরও থাকছে ‘বেস্ট পোজিং’ পুরস্কার। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য থাকবে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার। বিচারক হিসেবে থাকবেন ঢাকাস্থ পাঁচজন খ্যাতনামা বডিবিল্ডিং প্রশিক্ষক ও প্রাক্তন চ্যাম্পিয়ন। দর্শকেরা ১০০ টাকা মূল্যের টিকিট কেটে প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন। দর্শকদের জন্যও থাকছে ১০টি আকর্ষণীয় পুরস্কার ও নানা বিনোদনমূলক আয়োজন। সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের একমাত্র আইএফবিবি প্রো কার্ড হোল্ডার তামির আনোয়ার। গ্র্যাভিটি ফিটনেসের কর্ণধার ও আয়োজক কমিটির আহ্বায়ক রনি দাশ জানান, জমকালো আয়োজনের মাধ্যমে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সহজ প্লাটফর্মে অনলাইনে নিবন্ধনের সুযোগ এবারই প্রথম দেওয়া হচ্ছে। এছাড়াও ভেন্যুতে নিবন্ধন করার সুযোগ তো থাকছেই। খেলোয়াড়দের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। মোট ৫৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে, যার মধ্যে থাকছে সেরাদের সেরা ও সেরা প্রদর্শনকারীসহ বিশেষ সম্মাননা। বডিবিল্ডিংপ্রেমী চট্টগ্রামবাসীর জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ক্রীড়া উৎসব।