চট্টগ্রামে হিন্দু ছাত্র মহাজোট আকবরশাহ্ থানা কমিটির উদ্যোগে পাতালকালী পূজা অনুষ্ঠিত

1 week ago
VIEWS: 117

দেবব্রত চ্যাটার্জি দেব,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম মহানগরের আওতাধীন আকবরশাহ্ থানা কমিটির উদ্যোগে নগরীর পাতালকালী মন্দিরে বিশেষ পূজা ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত অমাবস্যা তিথিতে ভক্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। পূজা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং তরুণ প্রজন্মকে সনাতনী সংস্কৃতি ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এছাড়াও, উপস্থিত সকলে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আয়োজনটির নান্দনিক সজ্জায় শিল্পী হিসেবে যুক্ত ছিলেন বিজয় দাশ। বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, আকবরশাহ্ থানা কমিটির এই ধর্মীয় ও সামাজিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন