
ভূমিকম্পের কারণে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
HindusNews ডেস্ক :
সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত দুই দিনে রাজধানীসহ সারাদেশে আঘাত হানা একাধিক ভূমিকম্প শিক্ষার্থীদের মাঝে স্পষ্ট উদ্বেগ ও মানসিক চাপ তৈরি করেছে। এসব বিষয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
প্রশাসন জানায়, "সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেওয়া হবে।"
গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরপর শনিবার সকাল ও সন্ধ্যায় আবারো তিন দফায় ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ ঘনঘন এ ভূমিকম্পে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবনগুলোর ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়নের কাজও দ্রুত শুরু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয় গুজব থেকে দূরে থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানানো হবে।