স্থানীয়দের উদ্যোগে জগদল মহাশ্মশান সড়ক নির্মাণ শুরু

1 week ago
VIEWS: 83

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদল মহাশ্মশানে যাওয়ার সড়ক নির্মাণে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাস্তা না থাকায় শ্মশান এলাকায় আগত স্বজন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণে ভোগান্তিতে পড়তেন সনাতন ধর্মাবলম্বীরা। এ কারণে সম্প্রদায়ের সাধারণ মানুষ এক হয়ে রাস্তা নির্মাণ কার্যক্রম হাতে নেন।

স্থানীয়দের সহযোগিতা, শ্রম ও আর্থিক সহায়তায় ইতোমধ্যে রাস্তার কাজ শুরু হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, বহুদিন ধরে রাস্তা নিয়ে সমস্যার কথা সংশ্লিষ্টদের জানানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি ছিল না। ফলে নিজেরাই উদ্যোগী হয়ে কাজ শুরু করেন তাঁরা।

এ উদ্যোগের ফলে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা গেছে। পাশাপাশি এ বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকল স্তরের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের বিশ্বাস, এ রাস্তা নির্মাণ শেষ হলে শ্মশানের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে এবং দৈনন্দিন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমও সহজতর হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন