
শ্মশানঘাটে শবদেহ রাখার ঘর নির্মাণের উদ্যোগ নিলেন ব্যারিস্টার কায়সার কামাল
HindusNews ডেস্ক :
নেত্রকোনা জেলার দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নে সনাতনী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে শ্মশানঘাটে শবদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। মানবিক এই উদ্যোগটি নিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আজ বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা করা হয়।
বর্ষাকালে শ্মশানঘাটে শবদেহ রাখার উপযুক্ত কোনো জায়গা না থাকায় সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোকে দীর্ঘদিন ধরে চরম অসুবিধার মুখে পড়তে হতো। বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে শবদাহ কার্য সম্পন্ন করা প্রায়ই কঠিন হয়ে যেত। কয়েকদিন আগে মন্দির প্রাঙ্গণে স্থানীয় কমিউনিটির সঙ্গে মতবিনিময়কালে এক ভদ্রমহিলা ব্যারিস্টার কায়সার কামালের কাছে এই সমস্যার কথা তুলে ধরেন। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবেই শ্মশানঘাটে একটি স্থায়ী ঘর নির্মাণের ঘোষণা দেন, যা আজ বাস্তব রূপ পেতে শুরু করেছে।
স্থানীয়দের মতে, এটি কেবল একটি অবকাঠামো নির্মাণ নয় বরং মানবিকতার এক অনন্য উদাহরণ। তাদের ভাষায়, এই উদ্যোগ সনাতনী সম্প্রদায়ের বহুদিনের সমস্যার সমাধান করবে এবং শবদাহের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি আর কোনো অনিশ্চয়তা বা ভোগান্তির মধ্যে রাখতে হবে না। তারা মনে করেন, জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের কষ্টকে গুরুত্ব দিয়ে এমন কাজ করা সমাজকে আরও সংহত ও মানবিক করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে কখনোই চুপ করে থাকা যায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করাই তার অঙ্গীকার, এবং এই ঘরটি দ্রুত নির্মিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, মানবিক সহায়তা ও সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দুর্গাপুরের সনাতনী জনগণ এ উদ্যোগকে কেবল একটি স্থাপনা নির্মাণ হিসেবে নয় বরং তাদের ধর্মীয় ও সামাজিক জীবনে স্বস্তি এবং সম্মানের পরিসর তৈরি করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস, এই ঘর নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং শ্মশানঘাট হবে আরও সুরক্ষিত ও সুসংগঠিত।