
বরিশাল অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে হিন্দু তরুণীদের ধর্মান্তর : পটুয়াখালীর সজনী এখন আয়েশা সিদ্দিকা!
HindusNews ডেস্ক :
বরিশাল অঞ্চলে সাম্প্রতিক সময়ে হিন্দু তরুণীদের ধর্মান্তরিত হওয়ার বেশ কিছু ঘটনা আলোচনায় এসেছে। সর্বশেষ আলোচিত ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাঁশবাড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ওই গ্রামের বিপুল শীলের মেয়ে সজনী রানী শীল সম্প্রতি ধর্মান্তরিত হয়ে নিজের নতুন নাম রেখেছেন আয়েশা সিদ্দিকা।
পরিবার ও প্রতিবেশীরা জানান, গত কয়েক মাস ধরে সজনীর পরিবর্তিত আচরণ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছিল। পরিবারের সদস্যরা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয় একই এলাকার মো. ইমরান খান নামে এক মুসলিম যুবকের সঙ্গে। এরপর থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং সজনী ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে যেতে শুরু করে।
সজনীর মা সবিতা শীল ও বাবা বিপুল শীল জানান, মেয়েকে তারা বারবার সতর্ক করেছিলেন। পরিবার জানায়—
“শিক্ষার অভাব, সঠিক ধর্মীয় জ্ঞানের ঘাটতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে সজনী ভুল পথে চলে গেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আর আমাদের কথা শুনেনি।”
পরিবারের অভিযোগ, কিছুদিন আগে সজনী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পরে জানা যায় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বর্তমানে সে আয়েশা সিদ্দিকা নামে পরিচিত। পরিবার এখনও তার ফেরার অপেক্ষায় রয়েছে।
স্থানীয়দের দাবি, বরিশাল–পটুয়াখালী অঞ্চলে গত কয়েক বছরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপরিকল্পিত ব্যবহার, পরিবারে সচেতনতার অভাব এবং তরুণ–তরুণীদের মানসিক প্রভাবিত হওয়ার প্রবণতাই এসব ঘটনার পেছনে মূল কারণ।
এ বিষয়ে প্রশাসন থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় নির্দেশনার দাবি জানিয়েছেন।